খালাস পেলেন ফখরুল- রিজভীসহ ৮ নেতা।

এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ২০১২ সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এই মামলা করা হয়।

বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জনকন্ঠ প্রতিদিন কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানার এই মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা।

আইনজীবী আরও বলেন, বারবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হলেও আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় বিচারক আসামিদের খালাস দিয়েছেন।

বাঁদিকে মির্জা ফখরুল ইসলাম এবং ডান পাশে রুহুল কবির রিজভী

খালাস পাওয়া অপর আসামিরা হলেন- বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।

মামলাটির মোট আসামি ৯ জন কিন্তু একজন মারা যাওয়ায় বাকি আটজন খালাস পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *