বাগেরহাটপ্রতিনিধি
আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বাগেরহাটে তাবলিগ জামাতের তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট শহরের নুর মসজিদে এলাকায় এই আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, ইজতেমা পরিচালনা কমিটির আমির মুফতি মাওলানা বোরহান উদ্দীন। এসময় দেশ-জাতী ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়।
আখেরী মোনাজাতে জেলার বিভিন্ন এলকা থেকে ল্লিারা অংশনেন। দেশ-বিদেশের বিভিন্ন জামাত( দল) এই ইজতেমায় অংশ নিয়েছে।
বাগেরহাটে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শেষ।
