বাগেরহাটে বিএনপি নেতা সজিব হত্যা মামলায় গ্রেপ্তার ১,অস্ত্র উদ্ধার।

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চাঞ্চল্যকর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যায় কিলিং মিশনে চারজনের মধ্যে আবু বক্কার শিকদার নামের একজনকে গ্রেপ্তার করেছে। হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অন্যদের জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হুগলি বাটকা এলাকা থেকে পুলিশ আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত একটি নালা থেকে একটি দোনালা ও একটি একনালা পাইপগান,একটি লাল রংয়ের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সরাসরি কিলিং মিশনে ৪ জন অংশগ্রহন করেছিল। ৩ লক্ষ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগি এই কিলিং মিশনে অংশ নেয়। হত্যার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সাথে অংশগ্রহনকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।গেল ৫ নভেম্বর দুপুরে ডেমা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে বাগেরহাট শহরে যাওয়ার পথে মির্জাপুর-আমতলা মসজিদের সামনে গুলি করে ও কুপিয়ে বিএনপি নেতা মোঃ সজিব তরফদারকে হত্যা করে দূবৃত্তরা।শুক্রবার (০৮ নভেম্বর) রাতে সজিবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-৯জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *