রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র বাকি ৩টি ওয়ার্ড নির্বাচন সম্পন্ন

আসাদুজ্জামান শেখ

নিজস্ব প্রতিবেদকবাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৩টি ওয়ার্ডে উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে স্থাগিত থাকা ৩টি ওয়ার্ডেও নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গনণা শুরুহয়। গ্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে বিজয়ীরা হলেনঃ১নং ওয়ার্ডে সভাপতি পদে হেমায়েত হাওলাদার পেয়েছেন ১৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে হাওলাদার মনিরুজ্জামান পেয়েছেন ১২১ ভোট, সহ-সভাপতি পদে আঃ হালিম মোড়ল পেয়েছেন ১২৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাওলাদার আনোয়ার হোসেন পেয়েছেন ১০৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রিজাউল মোড়ল পেয়েছেন ১৩২ ভোট। ৬নং ওয়ার্ডে সভাপতি পদে মুজিবর রহমান পেয়েছেন ৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে আলামিন শেখ পেয়েছেন ৫০ ভোট, সহ-সভাপতি পদে হাসান শেখ পেয়েছেন ৭৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল শেখ পেয়েছেন ৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আকুঞ্জি পেয়েছেন ৭৯ ভোট। ৯নং ওায়র্ডে সভাপতি পদে সৈয়দ সেলিম রেজা পেয়েছেন ৯৬ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ সোহাগ উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, বিনা প্রতিদ্ব›দ্বীতায় সহ-সভাপতি হয়েছেন ওহেদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হালিম। এর আগে গত (২ ফেব্রæারি ইউনিয়নের ২,৩,৪,৫,৭ ও ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এসময় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯নং রাখালগাছি ইউনিয়নে বাকি ৩টি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী এখান থেকে যারা যারা নির্বাচিত হবে তারা সকলেই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তি আমরা রাজপথে মোকাবেলা করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *