আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ, আহত -১৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্থারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে এ রক্ত¶য়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন কে আশংকজনক অবস্থায়খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। বাকীদের রামপাল উপজেলাহাসপাতালে ভর্তি করা হয়। প্রকাশ্য দিবালোকে এ সংঘর্ষের খবর পেয়ে রামপালথানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্যআড়ৎ ও কিছু জমি নিয়ে সিদ্দিক শেখের সাথে একই এলাকার আরজ আলী ও তার ভাইমহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। আর এই বিরোধের জের ধরে বৃহস্পতিবারবেলা ১১ টার দিকে ওই মৎস্য আড়তের সামনে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়েসংঘর্ষ বাঁধে। এ সময় দুই প¶ের সাথে স্থানীয় বিএনপি সমর্থিতরা জড়িয়ে পড়ে।দুই প¶ই দেশীয় অস্ত্র লোহার রড, হাতুড়ী, লাঠি ও দা নিয়ে হামলা, পাল্টাহামলা করে। এতে উভয় গ্রæপের কমপক্ষে ১৫ জন গুরুতর জখম হন।এর মধ্যে বেশী আহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আল আমিন (৪০), আজমলশেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীমশেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুলইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫) আবুলকালাম (৩০) ও মাহিদ শেখ (৫০)।এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম বলেন,আমাদের লোকজনের উপর হামলা হয়েছে। আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও হাতুড়ী-রডদিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। আমাদের ৭ জনকে খুমেক হাসপাতালে নেয়াহয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, আমিব্যাক্তিগতভাবে দলীয় শান্তি শৃক্সখলা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তুভাগা এলাকার আকো নামের একজন ঝামেলা করছে ঝামেলা করছে। সে লোকজন নিয়েরামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির পিতার দোকান ভাংচুর ও তারপিতাকে মারপিট করেছে।রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, উপজেলার ঝনঝনিয়া এলাকায়সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেনিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে অবস্থাবিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *