আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট
সদরের চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ফেরদাউস আলম ইফতারের পূর্বে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অথিতিবৃন্দ বক্তব্যে চুলকাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের অনিয়ম, অব্যাস্থাপনাকে তুলে ধরার পাশাপাশি সমাজের সফল উদ্যোক্তা ও তাদের সাফল্য গাঁধা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। এবং আরিফ ঢালীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক শওকত হাওলাদার, সাংবাদিক জিএম মিজানুর রহমান, শেখ আসাদুজ্জামান সোবহান, অমিত কর বিলাস, শেখ মিজানুর রহমান মিঠু, জাকারিয়া শাওন, সাকিব হাসান জনি, রেজওয়ান রুম্মান শৈশব, মজনু শেখ, ফকির আসাদুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, তরিকুল মোল্লাসহ চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।