বিএনপি’র নেতা এমএ সালামের ঈদ উপহার পেল হতদরিদ্র পরিবার

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটের বেলায়েত হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ জনগণের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সাধারণ জনগণের মাঝে এ উপহার বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। পবিত্র ঈদ-উল উপলক্ষে বাগেরহাট সদর কচুয়া, ষাটগুম্বুজসহ কয়েকটি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার ঈদ উপহার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাগেরহাট সদর থানা বিএনপির সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট সদর থানা বিএনপির আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ইউপি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান কবির হাওলাদার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির প্রমূখ। ঈদ উপহার পাওয়া উপকারভোগী নুরজাহান বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরেক উপকারভোগী জব্বার হোসেন বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পেয়ে আমাদের অনেক উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। তাই আজ নিতে খবর শুনে ঈদ উপহার নিতে এসেছি। রাখালগাছি ও খানপুর একই দিনে ভট্রবলিয়াঘাটা বাসষ্টান্ডে ও খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন সাধারণ জনগণ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *