মহাকাশে বসেই মার্কিন নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন নভোচারী।

জনকন্ঠ প্রতিদিন ডেস্ক।

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হতে যাচ্ছে ৬০তম প্রেসিডেন্ট, তা নিয়েই আলোচনা বিশ্ববাসীর। এই নির্বাচনে ভোট দেওয়া নিয়েও আগ্রহের কমতি নেই। আর এই আলোচনা আরও এক ধাপ নিয়ে গেল দুই নভোচারী।জানা যায়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ভোট দিতে যাচ্ছেন মহাকাশে বসেই। যান্ত্রিক ত্রুটির কারণে গত জুন মাস থেকে মহাকাশে আটকে রয়েছেন তারা। আর সেখান থেকে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়। মহাকাশে বসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।সোমবার (০৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্যটি নিশ্চিত করেছে।প্রতিবেদনটিতে জানানো হয়, চলতি বছরের ৫ জুন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’ থেকে বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন। এরপরই যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে আটকে যান তারা। এমন পরিস্থিতিতে, মহাকাশ থেকে ভোট দেয়ার পদ্ধতি রয়েছে।জানা গেছে, মহাকাশে এক ধরনের বৈদ্যুতিক ব্যালট ব্যবহার করবে সুনিতা যা এনক্রিপটেড থাকবে। তিনি কাকে ভোট দিয়েছেন, কেউ জানতে পারবে না। এরপর হিউস্টন থেকে বৈদ্যুতিক ব্যালটটি নির্দিষ্ট কাউন্টির কর্মীর কাছে পৌঁছে যাবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *