বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক গৃহবধূইসলাম ধর্ম গ্রহণকারী ‘ফাতেমা খাতুন লিম’ লোভ লালসা, ভয়ভীতি, কোন প্রকার অর্থের প্রলোভন ছাড়াই শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ‘ফাতেমা খাতুন লিম’ নাম ধারন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণের বিস্তারিত তুলে ধরেন বাগেরহাট জেলা ফকিরহাট থানার জাড়িয়া গ্রামের দীপক দেবনাথ এর মেয়ে গৃহবধূ বিউটি দেবনাথ বর্তমানে ফাতেমা খাতুন লিম (৪০)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করি। কিন্তু পড়াশুনা ও সংসারিক জীবনের পাশাপাশি আমার কিছু মুসলমান বন্ধুদের সাথে পরিচয় হয়।তাদের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করি। মুসলিমদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা ভালো লাগায় আমি নিজ ইচ্ছায় ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। পরে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। হিন্দু ধর্ম পরিত্যাগ করে গত ৩০ অক্টোবর ২০২৪ ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবিলেকের কার্যালয়, বাগেরহাটে উপস্থিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করি।বর্তমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বর্তমান নাম ‘ফাতেমা খাতুন লিম।’ অদ্য হতে আমি সর্বত্র এই নামে পরিচিত লাভ করব এবং পূর্বের নাম আমি বাতিল বলে ঘোষণা করলাম। আমি কোনো প্রকার লোভ-লালসা, ভয়ভীতি, অর্থের প্রলোভন ছাড়াই নিজ উদ্যোগে বাপ-দাদার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।’তিনি আরো বলেন, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে কারও কোনোপ্রকার ইন্ধন বা উস্কানি নাই। আমি সম্পূর্ণ সুস্থ শরীরে, স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় ইসলামের আচার অনুষ্ঠান এবং সহমর্মিতার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।হিন্দু ধর্ম ত্যাগ করার পর একই তারিখে বাগেরহাটের নোটারি পাবলিকের কার্যালয় থেকে পূর্বের স্বামী বাগেরহাট জেলা সদর থানার চুলকাঠি সোনাডাঙ্গা গ্রামের অমিয় রঞ্জন দেবনাথ এর পুত্র উত্তম কুমার দেবনাথ কে ডিভোর্স দেন।ডিভোর্সের কারণ উল্লেখ করে বলেন একুশ বছর পূর্বে উত্তম কুমার দেবনাথ এর সঙ্গে পারিবারিকভাবে আমাদের বিবাহ সম্পন্ন হয় কিন্তু বিবাহের কিছুদিন পর থেকে আমার পূর্বের স্বামী উত্তম কুমার দেবনাথ আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে তাহার এহেন অমানবিক কর্মকান্ড সহ্য করা আমার পক্ষে সম্ভব না হওয়ায় আমি তাকে ডিভোর্স দিয়েছি।সর্বশেষ তিনি বলেন ইসলাম ধর্মের প্রতি অটল অবিচল থেকে বাকি জীবন শান্তি ও নিরাপত্তার সহিত কাটাতে পারে সে ব্যাপারে প্রশসনসহ সকলের সহযোগিতা কামনা করেছন নবমুসলিম ফাতেমা খাতুন লিম।