বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থার রুপান্তর যৌথভাবে এই দিবসটি পালন করে।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা নূরুল কবির।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার রুপান্তর এর জেলা সমন্বয়কারি খন্দকার জিলানি হোসেন।বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্াস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান বক্তারা।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাবেক সাধারন সম্পাদক এম আলী আকবার টুটুল, টেলিভিষন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ইয়ামিন আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা স্কাউটের সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।উল্লেখ্য, ২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *