চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটিতে চুরির অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক অভিযোগ সূত্রে জানাযায়, গত (২০ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে চুলকাটির সোনাডাঙ্গা গ্রামের মোজাহের গাজীর পুত্র ইকরাম গাজী (৩৫), ঘনশ্যামপুর গ্রামের হাজী কুদ্দুস এর বানিয়ে দেওয়া ভাড়ায় চালিত অটোভ্যান আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা, একই দিনে ফকিরহাট থেকে ৪ বস্তা শুকনো সুপারি আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। মোট এক লক্ষ ৬৫ হাজার টাকার মালামাল নিয়ে উধাও। ভুক্তভোগী হাজী কুদ্দুস জানায়,আজ থেকে গত ৭ থেকে ৮ মাস আগে আমার গচ্ছিত রাখা ৬৫ হাজার টাকা দিয়ে ইকরামকে তার একটি অসহায় পরিবারের কথা ভেবে অটোভ্যান বানিয়ে দিয়েছিলাম কথায় বলে-“চোরে শোনে না ধর্মের কাহিনী” মোজাহের গাজীর পুত্র ইকরাম গাজীকে আত্মবিশ্বাস করে তাকে দিয়ে লক্ষ লক্ষ টাকার সুপারি লেনদেন করেছি গত (২০ ফেব্রæয়ারি) শুক্রবার বিকালে আমার অটোভ্যান ও নগদ ১ লক্ষ টাকার সুপারি নিয়ে পালিয়েছে। ইকরাম গাজীর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বাগেরহাট সদরের ভট্রবালিয়াঘাটা চোরচক্রকে ধরিয়ে দিন । (যোগাযোগ নং-০১৭৪৩-৯৩১৮১৭/০১৯৮৯-৬৯৭৭৮২) অতিদ্রুত চিহিৃত ও আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার দাবী জানায়।