বাগেরহাট প্রতিনিধি
রবিউল ইসলাম।।বাগেরহাটে জুলাই শহীদ পরিবারের সদস্য ও বেষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের বিরুদ্ধে অসম্মান জনক আচরণ, অসহযোগীতা ও হয়রানির অভিযোগ করেছেন। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জুলাই বিপ্লবে নিহত ৫ শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সাংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা বলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটে যোগদানের পর থেকেই শহীদ পরিবার, ছাত্র প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানি করছে। এমনকি বিগত আওয়ামীলীগের লোক নিয়ে ষ্টেডিয়ামের বিভিন্ন প্রোগ্রাম, আইন-শৃঙ্খলা সভা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ছাত্র প্রতিনিধিদের হুমকি দিয়ে বলেছেন, “এই সরকারের মেয়াদ শেষ, তোমরা পালাবার পথ খোঁজ।’ এমনকি অন্য জেলার জেলা প্রশাসকের সহায়তার কথা তুলে ধরলে তিনি বলেন ওই জেলার জেলা প্রশাসকতো চাঁদাবাজী করেন। এভাবে তিনি জুলাই বিল্পবের শহীদ পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানী ও হুমকি-ধামকি করে যাচ্ছেন। শহীদ পরিবার ও ছাত্র প্রতিনিধিগন অতি দ্রুত বাগেরহাটের জেলা প্রশাসক আহমদ কামরুল হাসানকে অপসারণের দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুলাই বিপ্লবে শহীদ মংলার শাহিন হাওলাদারের স্ত্রী মোসা রিক্তা বেগম ও তার শিশু সন্তান, শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান ও তার মা, বিপ্লবের পিতা পারভেন শেখ, ছাব্বিরের বোন শারমীন আক্তার, আলমগীর মোল্লার স্ত্রী ও ছেলে সাগর মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক এসএম সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক মাশরাফি, সদস্য সচিব আজরীন আরবী নওরীন, যুগ্ম সদস্য সচিব এসকে বাদশা, নাগরীক কমিটির সদস্য জাহিদুল ইসলাম পলাশ প্রমূখ নেতৃবৃন্দ। #