মঙ্গলবার ২১শে অক্টোবর, ২০২৫ - সকাল ১১:১৭

বিএনপি নেতা এম এ সালাম চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের চুলকাটি বাজারে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের কুশল বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ Short অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম। এর আগে তিনি ৮নং খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান মরহুম মনিরুজ্জামান তরফদার এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের পরিস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিগত দিনে স্বৈরাচার সরকার দেশের আইনশৃঙ্খলা দুর্নীতি অনিয়ম এমনভাবে সৃষ্টি করেছে। সরকার পতনের পর অন্তর্কালীন সরকার এসে দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। দেশে এখন আইনশৃঙ্খলা, অনিয়ম দুর্নীতিতে অস্থির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে দেশের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকার যেভাবে দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম, একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা নাসির আহমেদ মালেক, থানা বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, থানা বিএনপি নেতা ফকির মাসুম বিল্লাহ, ছাত্র নেতা মো: হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির আল মামুন টিপু, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপি নেতা মনজুরুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক সালাম শেখ, চুলকাটি বাজার কমিটির সভাপতি আব্দুর কুদ্দুস শেখ প্রমূখ। চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, প্রাক্তন সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, জিএম মিজানুর রহমান, অমিত কর বিলাস, রুম্মান মাহামুদ শৈশব, মজনু শেখ, রিয়াদ মোড়ল জাকারিয়া হোসেন শাওন তরিকুল মোল্লা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp