সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ - রাত ১:৪৩

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খুলনা-৩ মুফতি হাসিবুর রহমান মাদানী

খেলাফত মজলিস
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

খুলনা প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা- ৩ নির্বাচনী এলাকায় প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন খুলনার গণমানুষের আস্থাভাজন ব্যক্তি, সমাজসেবক, দেশবরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি হাসিবুর রহমান মাদানীকে

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি হাসিবুর রহমান মাদানী, মাদ্রাসা শিক্ষায় ২০১২ ইং সনে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করেছেন দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ইসলামী বিদ্যাপীঠ জামেয়া এমদাদিয়া মাদানীনগর খুলনা, এবং ২০১৪ ইং সনে খুলনার জামিয়া উসওয়ায়ে হাসানা এর ইসলামিক “ল” বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন (ইফতাহ) সম্পন্ন করেন।

দেশ বরেণ্য এ আলেম, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার বর্তমান বাসিন্দা।

সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন

“আমি ক্ষমতা চাই না, খেদমতের সুযোগ চাই”
আমি কোনো ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, বরং মানুষের খেদমত করার জন্যই প্রার্থী হয়েছি। ইসলামের শিক্ষায় আমাদের শেখানো হয়েছে—মানবতার সেবা ইবাদতের অংশ। আজ সমাজে ইসলামি মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, মাদক, দুর্নীতি, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে। আমি বিশ্বাস করি—আল্লাহর রাসূল (সা.) যেমন ছিলেন নেতা ও খেদমতগার—আমার ক্ষুদ্র প্রচেষ্টা তারই অনুসরণে।

সাংবাদিকদের এক প্রশ্নে
তিনি বলেন আমি নির্বাচিত হলে সর্বপ্রথম যে বিষয় গুলিকে বিশেষ গুরুত্ব দেব তা হলো
যুবসমাজকে নৈতিক শিক্ষায় ফিরিয়ে আনা
ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়
গরিব ও মেহনতি মানুষের জন্য স্বাস্থ্য ও সহায়তা
নারীদের সম্মান ও নিরাপত্তা
সমাজ থেকে মাদক ও অপসংস্কৃতি দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

বিভিন্ন ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন
আমি ইসলামী আদর্শে বিশ্বাস করি, কিন্তু আমার রাজনীতি হবে সার্বজনীন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব নাগরিকই আমার ভাই। সবার অধিকার রক্ষা করা, এলাকার রাস্তা, পানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করাই আমার কাজ।

ধর্মীয় ব্যাপারে তিনি বলেন
ধর্মীয় পরিচয় থাকলেই কেউ একচোখা হবে—এই ধারণা ভুল। আমি একজন ইসলামিক স্কলার, কিন্তু সমাজ ও রাষ্ট্র আমার কাছে একটি আমানত। আমি সব ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষা করব, ইনশাআল্লাহ। ইসলামের শিক্ষা—“ধর্মে জোর নেই, ভালোবাসা ও ন্যায়বিচারে বিজয়”—এই নীতিতেই আমি বিশ্বাস করি।

সর্বশেষ তিনি বলেন
আল্লাহর উপর ভরসা রেখে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, ভাই, ছাত্র, বন্ধু—আপনারাই আমার শক্তি।
আমাকে খেদমতের সুযোগ দিন, ইনশাআল্লাহ প্রমাণ করবো একজন আলেমও একজন আদর্শ এমপি হতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp